আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে জুয়া খেলা অবস্থায় আটক ৪ জন

আরো খবর

প্রতিনিধি,রাজশাহী : রাজশাহীতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বিকেল ৪টায় নগরীর রামচন্দ্রপুর হাদীর মোড় নদীর ধার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রামচন্দ্রপুর হাদিরমোড় নদীর ধার এলাকার মৃত শাহাদৎ হোসেনের ছেলে নুরুল ইসলাম (৫০), মৃত আঃ কুদ্দুসের ছেলে আঃ সালাম (৫৫), মৃত আমির হোসেনের ছেলে আসির উদ্দিন (৫০) ও মৃত সাবের মিস্ত্রির ছেলে রুহুল আমিন (৪০)।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর হাদীর মোড় নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে নগদ ৬ হাজার ৬৫০ টাকাসহ আটক করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

 

 

আলোকিত প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -