আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আরো খবর

প্রতিনিধি, জামালপুর: জামালপুরে নানা কর্মসূচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
সুর্যোদয়ের সাথে সাথে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন দলীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির নেতৃত্ব কেন্দ্রীয় সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবি সমিতি, জেলা বিএনপি ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে আলাদা আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী’র নেতৃত্বে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জামালপুরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে হাজার হাজার নারী-পুরুষ ও স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের ঢল নামে।

আলোকিত প্রতিদিন/২১ ফেব্রুয়ারি’২১/এসএএইচ

- Advertisement -
- Advertisement -