প্রতিনিধি জামালপুরঃ জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে এক মাস ব্যাপী শিল্প মেলা শুরু হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আজ দুপুরে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে এসআরিটসিএলের আয়োজনে
পুনাক শিল্প মেলার উদ্বোধন করেন প্রধান অথিতি পুনাক জামালপুরের উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা। পুনাকের জেলা সভানেত্রী শায়লা শম্পা খন্দকারের সভাপতিত্বে ও দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক শেরপুরের সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন,শেরপুরের পুলিশ সুপার হাসান নায়েক চৌধুরী,জামালপুরেরর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সীমা রানী সরকার, আবু সুফিয়ান, মাদারগঞ্জ সার্কেলের এএসপি সামিউল আলম, সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান, বকশীগঞ্জ থনার ওসি মো. শফিকুল ইসলাম সম্রাট প্রমুখ।
এই শিল্পমেলায় ৮০ টি স্টল স্থান পেয়েছে। এখানে পাওয়া যাবে সব ধরনের বস্ত্রপণ্য, কসমেটিকস ও ক্রোকারিজ। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, রাইডার্স ও সার্কাস।
আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

