আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

আরো খবর

প্রতিনিধি কক্সবাজারঃ কক্সবাজারের উত্তর বনবিভাগের আওতাধীন জোয়ারিয়ানালা রেঞ্জের ২০০৫-২০০৬ অর্থ বছরের ৫৪ হেক্টর স্বল্পমেয়াদী বাগানের সামাজিক বনায়নের উপকারভোগী ৫৪ জনের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বাগানের খাড়া গাছ বিক্রি করে উপকারভোগীর প্রাপ্য লভ্যাংশ হিসেবে তারা পেয়েছেন প্রায় ৩০ লক্ষ ৮০ হাজার একশত পঞ্চাশ টাকা। কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিন আল পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের এই পরিমাণ টাকার চেক বিতরণ করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল চারটায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজন করা হয় চেক বিতরণ অনুষ্ঠান ।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিন আল পারভেজ। জোয়ারিয়ানালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটুর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল ওসি একেএম আতা এলাহী, বিট কর্মকর্তাসহ সামাজিক বনায়নের উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে প্রায় ৩১ লক্ষ টাকার লভ্যাংশ প্রদান করা হয়েছে। যা খুবই আনন্দায়ক।সরকারি বাগান দেখাশোনার পাশাপাশি লভ্যাংশ পেয়ে উপকৃত হওয়া যায়। সামাজিক বনায়ন সমাজের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রুপান্তরে মুখ্য ভূমিকা পালন করে।

সভাপতির বক্তব্যে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন,আপনারা সামাজিক বনায়ন যথার্থ দেখাশোনা করলে লভ্যাংশের পরিমাণ আরো বেশী পাবেন। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সামাজিক বনায়নে আপনারা মনোযোগী হলে বাগানকে গুরুত্ব দিলে লভ্যাংশ বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগতভাবে উপকৃত হবেন। তিনি সবাইকে সামাজিক বনায়নে আরো বেশী দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।

 

 

আলোকিত প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -