আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৪ অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

আরো খবর

ফরিদপুর প্রতিনিধিঃ আজ ১৬ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ বায়েজিদুর রহমান এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ এর উপস্থিতিতে ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ০৪ (চার) টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন ও পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে নিম্নলিখিত ০৪ (চার) টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়:
ক) মেসার্স ফকির ব্রিকস্, স্বত্বাধিকারী: জনাব এখলাস আলী ফকির, খালাসীডাঙ্গী ছলেনামা, আকোটেরচর, সদরপুর, ফরিদপুর। জরিমানার পরিমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
খ) আর এ এস ব্রিকস্, স্বত্বাধিকারী: জনাব সুশীল চন্দ্র দাস, শ্যামপুর, সদরপুর, ফরিদপুর। জরিমানার পরিমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
গ) এইচ বি এফ ব্রিকস্, ম্যানেজার: জনাব আঃ মান্নান, মুটকচর, সদরপুর, ফরিদপুর। জরিমানার পরিমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
ঘ) মর্ডান ব্রিকস্ ম্যানুফ্যাকচার (গইগ), স্বত্বাধিকারী: জনাব শুভজয় দত্ত, শুকদেব নগর, মানিকদহ, সদরপুর, ফরিদপুর। জরিমানার পরিমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
উল্লিখিত ০৪ (চার) টি ইটভাটায় সর্বমোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -