নীলফামারী প্রতিনিধিঃ করোনার টিকা নিতে দিন দিন নীলফামারীর সর্বস্তরের মানুষের আগ্রহ বাড়ছে। জেলার ৬টি সরকারি হাসপাতালগুলোতে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বেড়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গণটিকাদান কর্মসূচির সপ্তম দিনে রবিবার(১৪ ফেব্রুয়ারি)পর্যন্ত জেলায় মোট টিকা নিয়েছেন ১১ হাজার ২৭০ জন।
এ ব্যাপারে নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির নিশ্চিত করে বলেন, জেলা সদরে ৮৬০ জনের মধ্যে নারী ২৫৭ জন, সৈয়দপুরে ৫২০ জনের মধ্যে নারী ১৬৮ জন, সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে ১০০ জনের মধ্যে নারী ৪ জন, ডোমারে ৩৪০ জনের মধ্যে নারী ১৪০ জন, ডিমলায় ২২০ জনের মধ্যে ৪৭ জন নারী, জলঢাকায় ২১০ জনের মধ্যে ৬৫ জন নারী ও কিশোরীগঞ্জে ২০০ জনের মধ্যে ৬৭ জন নারী সহ মোট ২ হাজার ৪৫০ টিকা গ্রহন করেন।
উল্লেখ্য: জেলায় পাওয়া গেছে ৬০ হাজার ডোজ টিকা। যা প্রদান করা হবে দুই দফায় ৩০ হাজার জনকে। এজন্য জেলায় স্থাপন করা হয়েছে সাতটি কেন্দ্রে ২৪টি বুথ।
আলোকিত প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে
- Advertisement -

