আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শরীয়তপুরে নানা আয়োজনে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন।

আরো খবর

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে নানা আয়োজনে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করছে জেলা ছাত্র ইউনিয়ন। রবিবার সকাল ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বৈরাচার প্রতিরোধের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি সাইফ রুদাদ বলেন, ১৯৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি স্বৈরাচার এরশাদ সরকারের গণবিরোধী মজিদ খান শিক্ষানীতি বাতিলের দাবিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন জাফর, জয়নাল, মোজাম্মেল, দিপালী, কাঞ্চনসহ নাম না জানা অনেকে। কিন্তু কালের আবর্তনে এদেশের ছাত্র সমাজ ভালোবাসা দিবসের নামে ভুলতে বসেছে সেই গৌরবের ইতিহাস, দুঃখের বিষয় ভ্যালেন্টাইন ডে’র ইতিহাসও তারা জানে না। আমরা সন্ধ্যায় শহীদ মিনারে স্বৈরাচার প্রতিরোধের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করব।’

শ্রদ্ধাঞ্চলি অর্পন শেষে শরীয়তপুর শহর কমিটির কোষাধ্যক্ষ প্রীতম কুমার রায়ের নেতৃত্বে জেলা ছাত্র ইউনিয়নের মুখপত্র ‘বিবর্তন’-এর স্বৈরাচার প্রতিরোধ সংখ্যা বিতরণ করা হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে।

শ্রদ্ধাঞ্জলি অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ ঢালী, কোষাধ্যক্ষ পারভেজ সাইম, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান সাজ্জাদ, ইসরাত জাহান জুইসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোকিত প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -