জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি সিলেট বিভাগে যোগদানের পর প্রথম সফর হিসাবে দিনব্যাপী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন দফতরে সফর করেছেন।
আজ সোমবার(০৮ফেব্রুয়ারী) কুলাউড়া উপজেলায় সফরের শুরুতে তিনি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, কুলাউড়া থানা পরিদর্শন, উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ ও আমার বাড়ী আমার খামার প্রকল্পের সম্প্রসারিত ভবনের ভিত্তি স্থাপন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, কুলাউড়া পৌরসভা অফিস, টিলাগাঁও ইউনিয়ন ভূমি অফিস, মহুয়া আবাসন প্রকল্প ও মোবারকপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং সূচনা প্রকল্পের মা ও কিশোরীদের সাথে উত্তর হিঙ্গাজিয়া এলাকায় এক মতবিনিময়সহ বিভিন্ন অফিস ও কর্মকর্তা কর্মচারীদের সাথে সাক্ষাৎ করেন। সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়। উপজেলা পর্যায়ের কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে সরকারের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, ও কুলাউড়া থানার তদন্ত ওসি আমিনুল ইসলাম সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আব্দুল মোমিনসহ উপজেলার সরকারি অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে
- Advertisement -