সাভার প্রতিনিধিঃ সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দরিদ্র,অসহায়,ছিন্নমুল,হতদরিদ্র ও শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।গত ২রা ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে বিরুলিয়া ইউনিয়ন পরিষদে প্রায় সহস্রাধিক কম্বল বিতরণ করেন বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন মাদবর।এর মধ্যে উপজেলা পরিষদের বরাদ্দকৃত ৪ শতাধিক কম্বলের সাথে নিজ অর্থায়নে আরও ৬ শতাধিক কম্বল ক্রয় করে বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মেনে শীতের শুরু থেকেই অসহায় শীতার্ত ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।তারই ধারাবাহিকতায় আজ বিরুলিয়া ইউনিয়ন পরিষদে শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।আমি চেষ্টা করবো যতদিন শীতের তীব্রতা থাকবে ততোদিন অসহায় মানুষের পাশে থাকার।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাজাহান সিরাজ,ইউপি সদস্য আয়নাল হক,সংরক্ষিত মহিলা সদস্য নুরতাজ বেগম, রাজিয়া সুলতানা সহ আরো অনেকে।
আলোকিত প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

