প্রতিনিধি, সাভার: আশুলিয়ায় দরিদ্র,অসহায়,ছিন্নমুল, হতদরিদ্র ও শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলীর নিজস্ব অর্থায়নে প্রায় ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার দিকনির্দেশনায় শীতের শুরু থেকেই দরিদ্র,অসহায়,ছিন্নমুল,হতদরিদ্র ও শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।তারই অংশ হিসাবে আজ আমার নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করা হয়েছে।যতদিন শীত থাকে ততো দিন ধারাবাহিক ভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী আবুল কালাম আজাদ,কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী তমিজ উদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান আনিস,আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মোল্লা,আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুখ মন্ডলসহ আরো অনেকে।
আলোকিত প্রতিদিন/২৭ জানুয়ারি’২১/এসএএইচ