9:39 pm |আজ বৃহস্পতিবার, ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ | ২৫শে ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ
প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সাবেক মেয়র আব্দুল জলিল নবনির্বাচিত মেয়র এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গত ২৪ জানুয়ারি সকালে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত মেয়র মো: কাজিউল ইসলাম, কাউন্সিলর রোস্তম আলী তোতা, আব্দুল মালেক, খোরশেদ আলম আপেল, আনিছুর রহমান, আল হারুনুজ্জামান হারুন, তাজ উদ্দিন, জমসেদ আলী টুনকু, মোস্তফা কামাল পাশা, সাহেরা বেগম প্রমূখ। দায়িত্ব গ্রহণকালে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুড়িগ্রাম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ নুর বখ্ত। এ সময় উপস্থিত ছিলেন- কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, আওয়ামী লীগ নেতা আব্দার হোসেন বুলু, যুবলীগ নেতা মনিরুজ্জামান জনি।
নবনির্বাচিত মেয়র দায়িত্ব পেয়ে প্রথম আসন গ্রহণের প্রাক্কালে ফুলের শুভেচ্ছা জানায় জেলা সাংবাদিক ইউনিয়ন, কুড়িগ্রাম। ফুলের শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন- জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন বাবুল, সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন, সহ-সভাপতি ডা. জিএম ক্যাপ্টেন, মোঃ আমিনুল ইসলাম, হাবিবুল হক লিংকন, আরিফ হোসেন আলিফসহ নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/২৪ জানুয়ারি-২০২১/জেডএন