এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই জিয়াউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়া আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের করটিয়ার এলাকায় পৌঁছলে পামচার হয়ে ঢাকাগামী অপর একটি আসবাবপত্র বোঝাই মিনিট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনিট্রাকের দুইজন নিহত এবং মিনি ট্রাকের চালক আহত হয়। পরে খবর পেয়ে আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো বলেন, নিহতদের মধ্যে এক কন্যা শিশু ও পুরুষ রয়েছে। দুর্ঘটনার কবলিক গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অপর চালক পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে ট্রাক মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মিনি ট্রাকের চালক আহত হয়েছেন। আজ শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
আলোকিত প্রতিদিন/২২ জানুয়ারি-২০২১/জেডএন
- Advertisement -
- Advertisement -

