আজ সোমবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মানববন্ধন

আরো খবর

সবুজ সরকার, টাঙ্গাইল : অতিরিক্ত মাসিক বেতন প্রত্যাহার করে ফরম ফিলাপের দাবিতে টাঙ্গাইলে হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজীর (হ্যাবিট) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববার (১৭ জানুয়ারি) শহরের আদালত পাড়া মসজিদ রোডে হ্যাবিটের প্রধান কার্যালয়ের সামনে সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানবন্ধনে বক্তারা বলেন, ‘করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রায় ১০ মাস যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার’। সেই সরকারি নির্দেশনা অমান্য করে আমাদের কাছ থেকে অতিরিক্ত বেতন আদায়ের জন্য জোড় করা হচ্ছে। বেতন না দিলে ফরম ফিলাপ করতে দেওয়া হয় না। তাই অতিরিক্ত মাসিক বেতন প্রত্যাহার করে ফরম ফিলাপের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

আলোকিত প্রতিদিন/১৭ জানুয়ারি ২০২১/জেডএন

- Advertisement -
- Advertisement -