আজ বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় জমি নিয়ে সংঘর্ষ, নিহত ২

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নারিয়াগোদাই গ্রামে এ সংঘর্ষ হয়।নিহতরা হলেন- মুন্নাত (৪২) ও নাসির (৪০)। তারা একই এলাকার বাসিন্দা।সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বাচ্চু ও মোন্নাত গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।এ নিয়ে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগোটাই গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মোন্নাতে মৃত্যু হয়।এসময় গুরুতর আহত হন নাসির। তাকে উদ্ধার করে সাঁথিয়া সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নাসিরকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আলোকিত প্রতিদিন/১৬ জানুয়ারি’২১/এম.জে

- Advertisement -
- Advertisement -