আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে র‍্যাব-৮ এর অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

-Advertisement-

আরো খবর

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার সদর থানাধীন গিলাবুনিয়া এলাকা হতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ২১:১৫ ঘটিকার সময় ০১ (এক) জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প। গ্রেফতারকৃত আসামী হলো মো: শাহিন হাওলাদার (৩০), পিতা-সেলিম হাওলাদার, সাং-গিলাবুনিয়া, থানা-সদর, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা।
এছাড়াও যানাযায়, আসামীর নিকট হতে ৭৪ (চুয়াত্তর) পিচ কথিত ইয়াবা, ইয়াবা বিক্রয়ের নগদ ১৪,৫০০ টাকা এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করে আসছে। উক্ত অভিযানে নেতৃত্বদেন র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সরকারী পরিচালক জনাব মো: রবিউল ইসলাম জানায়।
এ সময় উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করেন।
এ বিষয় পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার  অতিরিক্ত মো: রবিউল ইসলাম এর কাছে  বিষয়টি  জানতে  চাইলে  তিনি বলেন, প্রতিদিনের ন্যায় আমাদের এ  ধরনের  অভিযান  ভবিষ্যতে ও  অব্যহত থাকতে  বলে  জানান  তিনি।
আলোকিত প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০২০/জেডএন
- Advertisement -
- Advertisement -