আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-১২ সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী নাগরপুর উপজেলার আটাপাড়া গ্রামের মৃত দাউদ সরকারের ছেলে মো. আবু সাইদ সরকার (৩৬)।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে র‌্যাব ১২ কোম্পানী কমান্ডার ৩ এর সিনিয়র সহকারি পুলিশ মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা শহরের দক্ষিন কলেজ পাড়ার মহিষ খোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপর দিকে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশে সরবরাহের কথা স্বিকার করে।

আলোকিত প্রতিদিন/৮ ডিসেম্বর ২০২০/জেডএন

- Advertisement -
- Advertisement -