আজ শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীর সেনবাগে ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা, নোয়াখালীঃ নোয়াখালীর সেনবাগে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় আহত হয়েছেন একজন। সোমবার (১২ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড নন্দিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃত আব্দুর রহিম (৩৮) ফেনীর দাগনভূঁঞা উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, ডাকাতিকালে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতের দিকে নন্দিরপাড় গ্রামের প্রবাসী আশরাফ হোসেন মোহনের বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। ডাকাতদল মোহনের ঘরের ছাদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা মালামাল লুট করে ঘরের প্রধান দরজা খুলে বের হয়ে যাওয়ার সময় প্রবাসী মোহন পেছনে থাকা ডাকাত সদস্য আব্দুর রহিমকে লোহার রড দিয়ে মাথার পেছনে আঘাত করে দরজা বন্ধ করে দেয়। ঘরে আটকে যাওয়া ডাকাত আব্দুর রহিমের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে সে মোহনকে ছোরা দিয়ে আঘাত করে।মোহনের চিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এলে বাইরে থাকা ডাকাতরা পালিয়ে যায়।পরে লোকজনের সহযোগিতায় ডাকাত রহিমকে আটক করে পুলিশে খবর দেয়।আহত ডাকাত আব্দুর রহিম ও প্রবাসী মোহন সেনবাগ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।প্রবাসী আশরাফ হোসেন মোহন জানান, ডাকাত আব্দুর রহিমকে আটক করা গেলেও তার অন্য সদস্যরা ঘরের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ, নগদ দুই লাখ ৭০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।তাদের উপস্থিতি টের পেয়েও জীবন রক্ষার্থে আমরা প্রথমে বাধা দেইনি। সুযোগ বুঝে কৌশলে এক ডাকাতকে আটক করতে সক্ষম হই। সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, আহত ব্যক্তি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/১২ অক্টোবর’২০/এসএএইচ

- Advertisement -
- Advertisement -