আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে প্রকাশিত সংবাদে শফিকের প্রতিবাদ

-Advertisement-

আরো খবর

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত উখিয়া’ পত্রিকায় ‘ইয়াবার ছোঁয়ায় বেকার যুবক থেকে অঢেল সম্পদের মালিক টেকনাফের শফিক আলাদিনের চেরাগ’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে যে সকল তথ্য এবং মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে তা শুধুমাত্র সামাজিক এবং ব্যক্তিগতভাবে  আমার সম্মান ও মর্যাদাহানীর অপচেষ্টার প্রয়াস।
সংবাদে আমাকে ইয়াবার গডফাদার বলা হয়েছে। কিন্তু বাস্তবে আমি মুরগির খামার করে জীবন নির্বাহ করে আসছি। কতিপয় মহল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য  মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করছে। সংবাদের একাংশে আমাকে অঢেল সম্পদের মালিক বলা হয়েছে। বাস্তবে তা কিন্তু উল্টো। আমি আর আমার বড় ভাই মোহা. জাহাঙ্গীর মুরগীর খামার করে আমাদের সংসার পরিচালনা করছি। সৎ এবং ন্যায় নীতিকথার সাথে ব্যবসা বাণিজ্য করে এলাকায় সম্মান নিয়ে আছি। টেকনাফের পুরান পল্লান পাড়ার ২নং ওয়ার্ডে বিষয়টি তদন্ত করলে আসল সত্যি বেরিয়ে আসবে। টেকনাফ ইয়াবা অধ্যুষিত এলাকা হওয়ায় ষড়যন্ত্র করে ইয়াবা ব্যবসায় বলে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এসব অপপ্রচার চালাচ্ছে কতিপয় মহল।
আমার পুরান পল্লান পাড়া এলাকায় খোঁজ খবর নিলে এবং তদন্ত করলে আসল সত্য প্রকাশ হবে।  আমি কোনো দিন ইয়াবা ব্যবসা দূরের কথা আমাদের এলাকায় ইয়াবা কারবার বন্ধ করতে আমরা বর্তমান যুব সমাজ সামাজিকভাবে আন্দোলন সহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম করে আসছি। সংবাদে যেভাবে আমাকে  মিথ্যা তথ্য দিয়ে সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগতভাবে উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটি মহলের ইন্ধন। বিগত ২ বছর যাবত আমি আর আমার বড় ভাই মুরগির খামারসহ বৈধ ব্যবসা বাণিজ্য করে আসছি। মুরগির খামারের আগে আমি মুরগির  খাদ্যের ডিলারের ব্যবসা করেছি। মুরগির খাদ্যের ডিলার ব্যবসা করার পর আমি প্রশিক্ষণ নিয়ে মুরগির খামারের ব্যবসা পরিচালনা করে আসছি। সৎ জীবন যাপনের পাশাপাশি টেকনাফে আরো মুরগীর খামার করে এলাকার বেকার যুবকদের প্রশিক্ষিত করে কর্মসংস্থান সৃষ্টিসহ যাবতীয় উদ্যোগ বাস্তবায়ন করছি। কিন্তু কতিপয় মহল আমার বৈধ ব্যবসা বাণিজ্যের প্রতি ঈর্ষাণ্বিত হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় মেতে উঠেছে।
আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের যাচাই বাছাই পূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করছি।
প্রতিবাদকারী-
মোহা. শফিক, পিতা: মৃত নুরুল ইসলাম, পুরান পল্লান পাড়া, ২ নং ওয়ার্ড, টেকনাফ,  কক্সবাজার।
আলোকিত প্রতিদিন/২ অক্টোবর-২০২০/জেডএন
- Advertisement -
- Advertisement -