আজ বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার উত্তর বনবিভাগের অভিযানে ড্রেজার মেশিন ও শতাধিক ফুট পাইপ জব্দ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার উত্তর বনবিভাগ মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়ার নেতৃত্বে বিট কর্মকর্তা জাকের আহমদ এর সহযোগিতায়  অভিযান চালিয়ে  ড্রেজার মেশিন ও  ১০০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে   মাছুয়াখালী বিট এলাকার কানসিরাঘোনার সরকারী সংরক্ষিত বনের  প্রবাহিত খাল থেকে  পাহাড় কেটে অবৈধ বালু উত্তোলনের চেষ্টাকালে একটি ড্রেজার মেশিন এবং শতাধিক ফুট পাইপ জব্দ করা হয়েছে। অভিযানে অংশ নেন  মেহেরঘোনা বিট কর্মকর্তা ,কালিরছড়ার ষ্টাফ ও ভিলেজারগন।জড়িত আসামীর বিরুদ্ধে পিওআর বন মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোহাঃ মামুন মিয়া বলেন,সংরক্ষিত বন এলাকায়  অবৈধভাবে বালু  উত্তোলন এবং পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত  থাকবে। সরকারী বনাঞ্চল রক্ষার্থে  মেহেরঘোনা রেঞ্জ সচেষ্ট ভূমিকা পালন করবে।

আলোকিত প্রতিদিন/২ অক্টোবর’২০/এসএএইচ

- Advertisement -
- Advertisement -