আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে এনএসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা, নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজি, প্রতারণা ও ব্যবসায়ীদের হুমকির অভিযোগে শরিফুল হাসান (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ ও এনএসআই সদস্যরা। আটক হাসান উপজেলার জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের সানা উল্লার ছেলে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, হাসানের বিরুদ্ধে এনএসআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়,নানা অজুহাতে সরকারী লোক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা ও ব্যবসায়ীদের হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও এনএসআই জেলা কার্যালয়ের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে থানার হাট থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৭ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

- Advertisement -
- Advertisement -