[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা, গাইবান্ধাঃ গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানান্তরের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টে জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সরকারি মহিলা কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, ছাত্রফ্রন্ট জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার, মাসুদা আক্তার, কলি রানী, উম্মে নিলুফা তিন্নি প্রমুখ। বক্তারা বলেন, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ যদি পৌরসভার বাহিরে স্থানান্তর করা হয় তাহলে মেয়েরা নানা ধরনের সমস্যায় পড়তে পারে, তাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে, কলেজের সামনে বখাটেদের উৎপাত বেড়ে যাবে স্বাভাবিকভাবে কলেজে যেতে পারবেনা, তাদের লেখাপড়ায় বাধা সৃষ্টি হবে। বক্তারা আরো বলেন, পৌরসভার ভেতরে স্থাপনার মত পর্যাপ্ত জায়গা আছে। সেখানে কলেজ স্থাপন করলে মেয়েরা নিরাপত্তা পাবে। তাই গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাইরে নেয়ার চক্রান্ত বাতিলের দাবি জানান।

 

আলোকিত প্রতিদিন/১২ সেপ্টেম্বর’২০/এসএএইচ

- Advertisement -
- Advertisement -