সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২০) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় ” কোভিট-১৯ সংকটঃ স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন- শেখানো কৌশল ও শিক্ষাবিদদের ভূমিকা ” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা প্রমুখ।
আলোকিত প্রতিদিন/৯ সেপ্টেম্বর’২০/এসএএইচ