আজ মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে করোনা প্রতিরোধে অরবিট সমাজকল্যাণ সংস্থার স্বাস্থ্য উপকরণ বিতরণ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট : জয়পুরহাটে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন অরবিট সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রম এবং করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সদর উপজেলার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. উম্মে কুলসুম। বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফে আকবর চৌধুরী রাজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অরবিট সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রাশেদ বিশ্বাস, প্রত্যাশা সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, মেরি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছা মেরী, শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, সুলতানা প্রমূখ। অনুুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীসহ প্রায় দুইশত নারী-পুরুষ অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে মাক্স, সাবান, ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেট বিতরণ করা হয়। প্রধান অতিথি করোন ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে অধিক যত্নবান হওয়া এবং স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমে শিক্ষার্থীদেরকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন/২৫ আগস্ট-২০২০/জেডএন

- Advertisement -
- Advertisement -