প্রতিনিধি, সাভারঃ সাভারে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্য এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্দ্যোগে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল গনি,এসময় আরো উপস্থিত ছিলেন,সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১নং প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা,সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও পৌর আওয়াম লীগ নেতা নুর মোহাম্মদ,একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত ঢাকা জেলা উওর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবা পারভিন,সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তাসহ আরো অনেকে।
আলোকিত প্রতিদিন/২১ আগস্ট’২০/এসএএইচ


