[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

গাইবান্ধায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতীকে চিকিৎসা বঞ্চিত করায় মানববন্ধন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, গাইবান্ধাঃ গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসব বেদনা নিয়ে আসা দরিদ্র পরিবারের গর্ভবতী মাকে চিকিৎসা সেবা না দিয়ে বিতারিত করায় দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহরের ডিবি রোডে নিরাপদ চিকিৎসা চাই গাইবান্ধা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আজম, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল, ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, ছাত্রফ্ন্টর সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকী, শিশু কিশোর মেলা সংগঠক উম্মে নিলুফা তিন্নি, নাট্যকর্মী প্রভাষক শহীদুল্লাহেল কবীর ফারুক, সাপ্তাহিক আমাদের গাইবান্ধা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর কবির তনু, নিরাপদ চিকিৎসা চাই এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমূখ। বক্তারা বলেন, গাইবান্ধার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসব বেদনা নিয়ে দরিদ্র পরিবারের গর্ভবতী মাকে চিকিৎসক সেবা থেকে বঞ্চিত করায় দায়িত্বে থাকা পরিদর্শিকা সেলিনা বেগম তাদেরকে বের করে দেয়। কোন প্রতিকার না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করেন গর্ভবতী মহিলা। বক্তারা অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

 

আলোকিত প্রতিদিন/১৬ আগস্ট’২০/এসএএইচ

 

- Advertisement -
- Advertisement -