এরশাদ হুসাইন অন্য, সোনারগাঁ (নারয়ণগঞ্জ) : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুলের শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি পালন করেন। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আব্দুলাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান মাসুম, ডা: আবু জাফর চৌধুরী বিরু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামসহ সোনারাগাঁয়ের বিভিন্ন সামাজিক সংগঠন ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সোনারগাঁও পৌরসভা, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, জনপ্রতিনিধি ঐক্যফোরামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধুর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা করেন। পরে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ, জাতিয় পার্টি ও বিভিন্ন সংগঠন দোয়া মাহফিল, কোরান তেলোয়াত, খাবার বিতরণ ও নানা কর্মসূচি পালন করে। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে শোক দিবসের আলোচনা সভা শেষে, যুব ঋণ চেক, সেলাই মেশিন, মাস্ক ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/১৫ আগস্ট-২০২০/জেডএন