প্রতিনিধি, সাভারঃ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে আশুলিয়ার দোসাইদ কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক হাজী মোঃ মোশাররফ খাঁন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎবরণকারীদের রুহের মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও এলাকাবাসী এবং অসহায় মানুষের মাঝে ৪’শত প্যাকেট খাবার বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/১৪ আগস্ট’২০/এসএএইচ