প্রতিনিধি, কক্সবাজারঃ কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছড়া এলাকার মো. তানভীর (৩৬) কে ৫০ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে আটক করেছে র্যাব-৭। বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তানভীর কক্সবাজার সদরের রুমালিয়াছড়া গ্রামের মো. মফিদুল আলমের ছেলে। র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান চট্টগ্রাম হয়ে ঢাকা পাচার হবে। চালানটি ধরতে র্যাব-৭ এর একটি দল কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী লন্ডন পরিবহন নামের একটি বাসকে তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে বাসের চালক গাড়িটি র্যাবের চেকপোস্টের সামনে থামান। র্যাব সদস্যরা বাসের ভেতর ও যাত্রীদের তল্লাশী শুরু করলে বাসের ভেতরে থাকা একজন যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগে পাওয়া যায় ৫০ হাজার পিস ইয়াবা। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। আটক তানভীর র্যাবের কাছে স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে কক্সবাজর থেকে ইয়াবা কিনে তা নানান কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছে। পরে তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৩ আগস্ট’২০/এসএএইচ