7:30 am |আজ মঙ্গলবার, ১২ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ
অন্যধারা সাহিত্য সংসদ -এর প্রতি শুক্রবারের নিয়মিত সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে কবি জাহিদুল হক বলেছিলেন, ‘কারো নামের আগে কবি লিখলে আর কোনো বিশেষণ যুক্ত করা সমিচিন নয়’। বক্তব্যের এই খণ্ডিত অংশ আমাকে মুগ্ধ করেছিলো। আজ প্রিয় কবি জাহিদুল হক -এর শুভ জন্মদিন জেনে আনন্দিত হলাম। অন্যধারা সাহিত্য সংসদ -এর পক্ষ হতে কবিকে জানাই অন্যধারাময় কাব্যিক অভিনন্দন ও বসরাই গোলাপের ঘ্রাণের সুগন্ধিমাখা শুভেচ্ছা।