সাভারে ভূমি মন্ত্রণালয়ের দেওয়া লিজীদের উপর বন বিভাগের গুলিবর্ষণ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, সাভারঃ সাভারের ছোট কালিয়াকৈর মৌজায় বাংলাদেশ সরকার ভুমি মন্ত্রণালয় পক্ষে ভুমি সংস্কার বোর্ড কোট অব ওয়ার্ডস ঢাকা নওয়াব এষ্টেট এর দেওয়া লীজকৃত জমিতে থাকা সাভার বিরুলিয়া ছোট কালিয়াকৈর মৌজায় লীজারদের উপর সোমবার (২৭ জুলাই) সাভার বনবিভাগ কর্তৃক বর্বর হামলার ঘটনা ঘটেছে। বনবিভাগের শর্টগানের গুলিতে ইমরান পিতা ইব্রাহিম নামে এক লীজার আহত হয়। স্থানীয় আঃ জব্বার জানান, বনবিভাগের গুলি বর্ষণ ও মামলার ভয়ে বৈধ লীজিগন জমি ভোগদখল করতে পারছেননা। বনবিভাগ বনের জমি দাবি করে লীজারদেরকে মামলা দিয়ে হয়রানি করছে বলে জানান। এবিষয়ে ভুমি সংস্কার বোর্ড এর আইন কর্মকতা জাকির হোসেন বলেন, বনবিভাগের কর্মকতাগণ বার বার সরকারের ভূমিমন্ত্রনালয়ের নামে সিএস ও বিএস রেকর্ড থাকা সত্যেও ভুমিমন্ত্রণালয়ের জমিতে থাকা লীজারদের গুলি বর্ষণ হামলা মামলা দিয়ে অবৈধভাবে জমিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এমনিতেই করোনা ভাইরাসের প্রদুর্ভাব কাটিয়ে না উঠতেই শুরু হয়েছে বনবিভাগের অবৈধ কার্যক্রম। সামনে কুরবানীর ঈদ, সারাদেশে অর্থনৈতিক মন্দা ভাব চলছে। এমতাবস্থায় আমাদের লীজিগন জীবন জিবিকায় কষ্টের মধ্যে আছে তার মধ্যে ছোট কালিয়াকৈর মৌজায় থাকা আমাদের লীজারদের উপর বনবিভাগের লোক গুলি বর্ষন ও মামলা হামলা করছেন। জানা যায়, বন বিভাগের ১০/১২ জনের একটি দল লীজারদের সাথে হট্টগোল বাধায়। এক পর্যায় কয়েক রাউন্ড গুলি করেছেন বনবিভাগের লোক। এতে স্থানীয় দুইজন গুলি বিদ্ধ হয় ও ৪/৫ জন আহত হয়। এতে বনবিভাগেরও দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। উল্লেখ্য, কুমার খোদা মৌজা ও ছোট কালিয়াকৈর মৌজা পাশাপাশি হওয়ায়, বন কর্মকর্তা বার বার লীজিদের উপর আক্রমন চালাচ্ছে বলে লীজিদের দাবি। এমতাবস্থায় ভুক্তভুগিগণ তার ক্ষতিপূরণ দাবী করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের সাভার সাব-বিট কর্মকর্তা মো. মোশারফ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

আলোকিত প্রতিদিন/৩০ জুলাই’২০/এসএএইচ

 

- Advertisement -
- Advertisement -