প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সরকারি বাসভবনে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। গতকাল রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল হাতে আসে। রোববার টাঙ্গাইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের করোনা শনাক্ত হয়। এরপরে জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।’ গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেলায় আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৫১৫। এর মধ্যে চিকিৎসাধীন আছে ৬৩৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫৩ জন এবং মারা গেছেন ২৫ জন।
আলোকিত প্রতিদিন/২৮ জুলাই’২০/এসএএইচ