আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে বিপিএটিসি কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, ঘাতক স্বামী আটক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, সাভারঃ সাভারে বিপিএটিসি কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। পরিবারের দাবী মেয়েটিকে হত্যা করে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে তার স্বামী। এবিষয়ে মেয়েটির পিতা বাদী হয়ে স্বামী রাশেদুল ইসলামের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরেই অভিযুক্ত ঘাতক স্বামীকে আটক করে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সাভার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের ডগরমোড়া এলাকার রাইসা ফার্মেসির মালিক রাশেদুল ইসলাম (৩০) এর দ্বিতীয় স্ত্রী মুক্তা পারভিন (১৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, মুক্তা পারভিন মানিকগঞ্জের শিবালয় থানার দুলাল মিয়ার মেয়ে। পরিবারের দাবি আত্মহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। মেয়েটিকে হত্যার পর ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে তার স্বামী। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জেরে মেয়েটিকে হত্যা করে থাকতে পারে বলে তাদের ধারনা। এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক অপূর্ব দাস জানায়, ঘটনার দিন খবর পেয়ে রুমের তালা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে অভিযুক্ত রাশেদুল ইসলামকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। এবিষয়ে মেয়েটির পিতা একটি হত্যা মামলার দায়ের করেছেন।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ

 

- Advertisement -
- Advertisement -