প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম থেকে ১০ম শ্রেণির মেধাবী ২৩ ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিাবর (২৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এডিবির সহায়তায় এই বাইসাইকেল বিতরণের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম , উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, প্রকৌশলী আলী আকব খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ।
আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ