সুন্দরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

0
338

সংবাদদাত, গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোজিনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। স্ত্রী হত্যার অভিযোগে স্বামী ছামিউল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ রামধন গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে। অভাবের কারণে ঢাকায় পোষাক শ্রমিকের কাজ করতেন গৃহবধূ রোজিনা। আর তার স্বামী ছামিউল ইসলাম ঢাকায় কাঠমিস্ত্রীর কাজ করতেন। দু’জনের মধ্যে দা¤পত্য কলহ চলে আসছিল। প্রায় একমাস আগে ঢাকা থেকে রোজিনা তার বাবার বাড়িতে চলে আসে। পরে  ছামিউল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সালিশের মাধ্যমে রোজিনাকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পারিবারিক বিষয়ে ২৪ জুলাই শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এরপর সন্ধ্যায় বাড়ির পাশের বিলে মাছ মারার কথা বলে রোজিনা বেগমকে বাহিরে নিয়ে যায় ছামিউল। বাড়ির পাশেই বিলের মাঝে নিয়ে গিয়ে কাঠমিস্ত্রীর কুড়াল দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রোজিনাকে হত্যা করে ছামিউল। রোজিনা বেগমের চিৎকার শুনে তার শ্বশুর-শাশুড়ি এগিয়ে এলে ছামিউল তাদেরকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছামিউল পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here