সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের উপজেলার খড়িবাড়ী বাজার সংলগ্ন রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ভাঙ্গামোড় সড়ক থেকে তাদেরকে দুইকেজি গাঁজাসহ আটক করে ফুলবাড়ী থানার এসআই প্রভাত ও এএসআই সিরাজুল ইসলামসহ পুলিশের একটি টিম। ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী বাজার সংলগ্ন রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ভাঙ্গামোড় সড়কে গোপন সংবাদের ভিত্তিতে ওঁতপাতে ফুলবাড়ী থানা পুলিশের এসআই প্রভাত ও এএসআই সিরাজুল ইসলামসহ পুলিশের একটি টিম। এসময় পুলিশের পাতানো ফাঁদে জরিয়ে পরে দুই মাদকব্যবসায়ী। পুলিশ তাদের দুই কেজি গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। আটক মাদকব্যবসায়ীদের নিকট হতে দুই কেজি গাঁজা, একটি মোটর বাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটরি মিস্ত্রিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল হোসেন চোকা (২৪) ও আজোয়াটারি (কলমদারটারি) গ্রামের আমিনুল ইসলামের ছেলে নুর আলম(২০)। অপরদিকে কাশিপুর বিওপি বিজিবি সদস্যদের পৃথক এক অভিযানে গংগার হাট বাজারের কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরীর এগার মাথা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার আহমেদ(১৮) কে ৫২ পিচ ইয়াবাসহ আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় বলেন, আটক মাদকচোরাকারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময় মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে পুলিশি অভিযানের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।
আলোকিত প্রতিদিন/২৪ জুলাই’২০/এসএএইচ