আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা ও উপ-বিভাগীয় প্রকৌশলী মুজিবুর রহমানের করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। এই প্রথমবারের মতো কক্সবাজারে কোনো নির্বাহী প্রকৌশলী করোনায় আক্রান্ত হলেন। করোনা মহামারীর শুরু থেকেই সম্মুখে থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জরুরি সহায়ক প্রকল্পের কাজ স্বাভাবিক রাখতে ও জাতীয় মহাসড়ক ও জেলা সড়কগুলোর অবিরাম যান চলাচলের স্বার্থে কাজ করে আসছিলেন নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দাপ্তরিক কাজের পাশাপাশি প্রকল্পের কাজের অগ্রগতির জন্য প্রায় সময় সাইট পরিদর্শন করতে যেতে হতো তাঁকে। নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, কিছুদিন আগে হঠাৎ করে উপসর্গ দেখা দেয়। এরপর করোনা পরীক্ষা করা হয়। গতকাল রিপোর্ট আসে পজিটিভ। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে চলে যান। স্বাভাবিকভাবে সুস্থ আছেন তাঁরা। দুই প্রকৌশলী সুস্থতার জন্য সবার দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।
আলোকিত প্রতিদিন/২৪ জুলাই’২০/এসএএইচ