সাভারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

0
321

প্রতিনিধি, সাভারঃ সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সবাইকে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। পরে তিনি উপস্থিত সবার মাঝে পাঁচ শতাধিক ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এছাড়াও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমিসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here