আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে যুবদলের ১০টি ইউনিটের আহবায়ক কমিটি ঘোষনা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলা যুবদলের ৫ থানা ও পৌরসভার ১০টি ইউনিটের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছ। বুধবার (২২ জুলাই) জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা মোতাবেক জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডলের বাস ভবনে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) এএইচ এম ওবায়দুর রহমান সুইট এর সভাপতিত্বে কমিটি ঘোষনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র। জয়পুরহাট সদর থানার আহবায়ক হলেন- কাজী শহিদুল ইসলাম এবং যুগ্ম আহবায়ক আব্দুল মাবুদ, জয়পুরহাট পৌর আহবায়ক ইফতেখারুল আবেদীন রুপক এবং যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান। পাঁচবিবি থানার আহবায়ক এম এ মাসুম ও যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু। এছাড়াও কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর থানা ও পৌরসহ মোট ১০টি ইউনিটের ৩১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক জানান, আগামী এক মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে প্রতিটি ইউনিটের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলামসহ জেলা যুবদলের ১০টি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান সরকার করোনা মহামারিতে জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে চরম ব্যর্থ হয়েছে এবং স্বাস্থ্যসেবার নামে লুটপাটের মহা উৎসবে মেতে উঠেছে, তাই বিভিন্ন মহলের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবী বাস্তবায়নে জেলা যুবদলের নেতা কর্মীদের আন্দোলন জোরদার করার মাধ্যমে সরকার পতনের আহবান জানান।

 

আলোকিত প্রতিদিন/২২ জুলাই২০/এসএএইচ

 

- Advertisement -

 

 

- Advertisement -
- Advertisement -