গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

0
323

সংবাদদাতা,গাইবান্ধাঃ গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়াসহ সবগুলোর নদীর পানি ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। বন্যার পানি কমতে শুরু করলেও যেসব পরিবার ঘরবাড়ি ছেড়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও বিভিন্ন উঁচুস্থানে আশ্রয় নিয়েছে তারা এখনও ঘরে ফিরে যেতে পারেনি। খাদ্য ও কর্মের অভাবে গরু ছাগল নিয়ে চরম দুর্দশার মধ্যে তাদের দিন কাটছে। বন্যার পানি কমতে থাকায় সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার ১১টি পয়েন্টে নদী ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

আলোকিত প্রতিদিন/২১ জুলাই২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here