পি.সি দাস, দিনাজপুরঃ দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের পশ্চিম শিবরামপুর এলাকার বাসিন্দাদের যাতায়াতে দীর্ঘদিনের চরম ভোগান্তির অবসান ঘটাটে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে। সোমবার (২০ জুলাই) এলাকার বাসিন্দাদের যৌথ উদ্যোগে নিজস্ব অর্থায়নে এ রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের পশ্চিম শিবরামপুরসহ তেলিপাড়া, ডাংগাপাড়া, দপ্তরীপাড়া, গৌরীপাড়া এবং হঠাৎপাড়া মিলে অত্র এলাকায় প্রায় ৪/৫ হাজার লোকের বসবাস এবং তাদের সকলের যাতায়াতের একটি মাত্র প্রধান রাস্তা এটি। যা স্বাধীনতার পর থেকে অদ্যাবধি কোন সংস্কার না হওয়ায় রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে পড়তে হয় চরম বিপাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই ভোগান্তি পৌছে চরমে। বিভিন্ন সময় স্থানীয় সরকারসহ জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও রাস্তার সংস্কারের কোন উদ্যোগই গ্রহণ করেন নাই। এমনি পরিস্থিতিতে আর দুর্ভোগ পোহাতে চায় না এলাকাবাসী। তাই এলাকাবাসীর পক্ষথেকে মোঃ আলমগীর (রুম্মন) এর নেতৃত্বে বায়তুল ইসলাম মসজিদের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আইনুল আবেদীন, মোঃ তোবার আলী, এবং বায়তুল ইসলাম জামে মসজিদের সুপারিনটেনডেন্ট মোঃ মিন্টুসহ অত্র এলাকার বাসিন্দাদের প্রচেষ্টায় রাস্তা মেরামতের কাজ শুরু করেন। রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসা এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দপ্তরসহ স্থানীয় সরকার প্রশাসন, সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে প্রতিটি দপ্তরে আমাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি মেরামতের জন্য আবেদন দেয়ার পরে তারা বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস দিলেও আজ অবধি রাস্তা সংস্কারের কোন সুরাহা আমরা পাইনি। তাই কতদিন আমরা এভাবে কষ্ট করব। সেজন্য নিজস্ব অর্থায়নেই এলাকার বাসিন্দারা মিলে রাস্তাটি সংস্কার করে জানিয়ে দিতে চাই আমরা কারো দেয়া প্রতিশ্র“তির অপেক্ষা করি না। তবে নির্বাচনের আগে দেয়া মিথ্যা প্রতিশ্র“তি দিয়ে জনগণকে আশ্বস্ত করার মধ্যে কোন মহত্ব নেই। প্রকৃত মহত্বই লুকায়িত থাকে বাস্তব জীবনে এবং প্রেক্ষাপটে যদি জনগণের সমস্যার সমাধানে জনপ্রতিনিধিদের উদাত্ত সাড়া পাওয়া যায় তবেই জনগণ সন্তুষ্ট। ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাদশার সাথে পশ্চিম শিবরামপুর এলাকার রাস্তা সংস্কার নিয়ে কথা বলা হলে তিনি বলেন, ইতিপূর্বে রাস্তাটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ২ ট্রলি রাবিশ দেয়া হয়েছে। এটি শুধু এবারই নয় প্রতি বছরই রাস্তাটি বর্ষা মৌসুমে যখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে তখনই এখানে সহযোগিতা করা হয়। তবে আমরা যতটুকু পাই সেটুকু দিয়েই জনগণকে সহযোগিতা করার প্রচেষ্টা চালাই এর বেশি আমাদের করার কিছু থাকে না। উক্ত এলাকায় অবস্থিত এনডিএফ (ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) এর হিসাব রক্ষক রিয়াজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, এই রাস্তাটি সংস্কারের জন্য ২০১৯ সালে আমরা স্থানীয় হুইপ ইকবালুর রহিম এমপি’র নিকট পশ্চিম শিবরামপুর এলাকার ১.৫ কিঃমিঃ রাস্তা নির্মাণের আবেদন করেছিলাম, তিনি আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তবে এনডিএফ’র পক্ষ থেকে রাস্তা সংস্কার আমাদের সাধ্যমত সহযোগিতা করেছি। তবে সরকারি উদ্যোগ ছাড়া অস্থায়ীভাবে রাস্তা সংস্কার করে কতদিন ভালো থাকা যায়। এ রাস্তাটি সংস্কারের জন্য যদি স্থানীয় সরকারের সহযোগিতা পাওয়া যায় এবং রাস্তাটি মেরামত হয় তবে অত্র এলাকাবাসীর চলাচলের ভোগান্তি নিরসন হবে।
আলোকিত প্রতিদিন/২০ জুলাই’২০/এসএএইচ