প্রতিনিধি,সাভারঃ সাভারের আশুলিয়ায় বাস চাপায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইউনুস আলী। এর আগে সোমবার (২০ জুলাই) ভোর ৬ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সামনে এঘটনা ঘটে। আনোয়ারা বেগম বগুড়া জেলার নন্দীগ্রামের বাসিন্দা। তিনি কাশিপুরের সায়মনের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে। পুলিশ জানায়, সকালে লেগুনাযোগে গাজীপুরের জয়দেবপুর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হন আনোয়ারা বেগম। তাকে ওই এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে নামিয়ে দিলে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। পরে ঢাকাগামী শাহ ফতেহআলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা। আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইউনুস আলী জানান, অভিযোগ না থাকায় নিহতের মরদেহ উদ্ধার করে তার মেয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২০ জুলাই’২০/এসএএইচ