প্রতিনিধি,সাভারঃ সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীর ৬ সদস্যকে আটক করেছে র্যাব-৪। রবিবার (১৯ জুলাই) ভোরে সাভারের ভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জামালপুর জেলার হাবিবুর রহমান বাদশা (৪৮), সাইদুর রহমান সাইদুর (৫৫), মাহবুবুর রহমান দুদু (৫৫), শফিকুল ইসলাম শফিক (৩৭), গোলাম মোস্তফা (৫১) ও রাজশাহী জেলার ওমর ফারুক রুবেল ওরফে সানি (২৮)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত -উল মুজাহিদীর সম্পর্কে জানতে পেরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে জামাত -উল মুজাহিদীর ৬ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জামাত-উল-মুজাহিদীর উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, সাময়িকী, ডিজিটাল কনভারসেশনসহ অপতৎপরতা পরিচালনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। র্যাব ৪ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার সাজিদুর রহমান জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত -উল মুজাহিদীর সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
আলোকিত প্রতিদিন/১৯ জুলাই’২০/এসএএইচ