সংবাদদাতা,ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মা নদীর পানি বিপৎসীমার ৯৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফরিদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। শহরের ভাজন ডাঙ্গা এলাকায় পদ্মা নদীর পাড় ভেঙ্গে ফরিদপুর পৌরসভার অন্তত আড়াই সহস্রাধিক পরিবার নিমজ্জিত হয়েছে। এ ছাড়া ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পানি বিভিন্ন গ্রামে প্রবেশ করছে। ওই সড়কের গদাধরডাঙ্গী এলাকায় অন্তত ৫০ মিটারব্যাপী দীর্ঘ ফাটল দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে ফাটলের ওই অংশ ধ্বসে যেতে পারে। ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা এলাকায় রাতারাতি পানি ঢুকে ঘরবাড়ি নিমজ্জিত হওয়ায় লোকজনকে উদভ্রান্তের মত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিরাপত অশ্রয়ে যাওয়ার জন্য ছুটাছুটি করতে দেখা গেছে। ওই লোকদের সাহায্য করার জন্য সরকারি কিংবা বেসরকারি পর্যায়ের কাউকে দেখা যায়নি। ফরিদপুরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের দুর্গত এক হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও ডিক্রিরচর ইউনিয়নের ৪শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ফরিদপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির এ প্রক্রিয়া আগামী আরও তিন/চারদিন অব্যাহত থাকবে। চরভদ্রাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, এ উপজেলার অধিকাংশ পানিতে নিমজ্জিত হয়েছে। ইতোমধ্যে ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সরকারিভাবে আমরা দুর্গতদের খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছি।
আলকিত প্রতিদিন/১৭ জুলাই’২০/এসএএইচ