প্রতিনিধি,টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের ৪ জনের গলা কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে মধুপুর পৌর শহরের ৫নং ওয়ার্ড মাষ্টার পাড়ার শহীদ কোচিং সেন্টারের গলির একটি বাসায় থেকে ওই ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। খুন হওয়া চারজন হলেন মোঃ গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন বেগম (৩৮), ছেলে তাজেল (১৫) ও মেয়ে সাদিয়া (০৮)। পুলিশ ও স্থানীয়রা জানান, মধুপুরের পৌর এলাকার মাষ্টার পাড়ায় বসবাস করতো এই পরিবার। গত ২-৩ দিন ধরে তাদের কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলনা। বাইরের গেট তালাবদ্ধ ছিল এবং ভিতর থেকে দুর্গন্ধ আসছিল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে চার জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক কামাল জানান, ওই চারজনের মরদেহ উদ্ধারে রয়েছে পুলিশ। তবে, এটা হত্যা না খুন তদন্ত সাপেক্ষে বলা হবে। এখন কিছু বলা যাচ্ছে না।
আলোকিত প্রতিদিন/১৭ জুলাই’২০/এসএএইচ