কাণ্ডারী ছিলে দিশারিও ছিলে ব্রতে মহা মহীয়ান
সাদা অন্তরে শেষ বন্দরে পৌঁছে গিয়েছে প্রাণ।
নবাবগঞ্জে জন্ম নিয়েছো সেবার ধর্ম কাঁধে
দেখ না তোমার জন্য সাহারা বুক ফেটে আজ কাঁদে।।
হিংসা অনল পুষো নাই মনে বুকের মধ্যে রেখে
আপন করেছো মানবতা দিয়ে অর্ঘ দিয়েছো মেখে।
শূন্য জমিনে কে আর দেখাবে এমন সাহস বল
দেশমাতা আর জনগণ সাথে করোনি মিথ্যে ছল।
শিক্ষক তুমি আমজনতার বিশ্ব করেছো জয়
তোমার কীর্তি সদা জাগ্রত কখনো হবে না ক্ষয়।
লাল সালামের পতাকা গাঁথি অসীম বসত পরে
চিরদিন থাকো মনের মুকুরে শত কোটি অন্তরে।
কায়মানে চাই জান্নাতে যাও মহান আল্লাহ কাছে।
বিদায়ের পরে কীবা দোয়া আর এই অধমের আছে?
*আলোকিত দিন* তোমায় জানায় আলোক শ্রদ্ধা ফুল।
ওইপারে গিয়ে আলো যেন পাও বেহেস্তে হয় কূল।
আলোকিত প্রতিদিন/১৭ জুলাই ‘২০/এসএএইচ