আবু সায়েম,কক্সবাজারঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন ও বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫ টি করে মোট ১ লক্ষ ৬২ হাজার ৬০০ টি চারা বিতরণ ও রোপনের কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজার সার্কিট হাউজে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহায়তায় একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন কক্সবাজার সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল এবং জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় কক্সবাজারেও চারা রোপন ও বিতরণ কর্মসূচীর কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) হুমায়ুন কবির বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১ কোটি চারা রোপন ও বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন। সে প্রেক্ষিতে কক্সবাজারে ১ লক্ষ ৬২ টি হাজার ৬০০ টি চারা প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫ টি চারা রোপন করা হবে। আগামী ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে চারা রোপন প্রক্রিয়ার কার্যক্রম সম্পন্ন হবে। তিনি আরো বলেন, আমাদের সকলের অংশগ্রহণ এবং সহযোগিতায় চারা রোপনের কার্যক্রম সফল করে প্রতিটি চারা যেন জীবিত থাকে সে দিকে নজর দিতে হবে। সবগুলো চারা জীবিত থাকলে বৃক্ষে রুপান্তরিত হলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব লাঘবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বনজ কাঠের চাহিদা এবং ফলজ ফলের চাহিদার পাশাপাশি পশুপাখির খাদ্যের চাহিদা যোগাতে চারাগাছগুলোর অবদান অনস্বীকার্য। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির, প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কক্সবাজার জেলায় ১ লক্ষ ৬২ হাজার চারা রোপন ও বিতরণ কার্যক্রম ১৬ জুলাই হতে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে সম্পন্ন করা হবে।
আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ