আলমগীর হোসেন, শ্রীপুর (গাজীপুর): ধর্মীয় শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কার প্রকল্প, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে চেক ও ভাতার কার্ড বিতরণ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন শেষে এসব বিতরণ করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফিনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলামের সঞ্চালনায় বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। শ্রীপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ তদবীরুর রহমান ও শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুয়িদূল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টেষ্ট রিলিফ (টিআর) কর্মসূচীর মাধ্যমে ১৭৪টি ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন ও সংস্কার কাজের জন্য ৮৩ লাখ টাকার চেক হস্তান্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন হতদরিদ্র পরিবার, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ৮৩টি সাবমারসিবল পাম্প বিতরণ করা হয়েছে। এদিকে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, অস্বচ্ছল ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়। এসময় তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে একটি করে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুয়িদূল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, শ্রীপুর উপজেলা কৃষকলীগ নেতা ও শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর পৌর কমিউনিটি পুলিশের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপু, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন বিএ, যুবলীগ নেতা কামরুজ্জামান প্রমুখ।
আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ