দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৩ এবং সুস্থ ১৯৪০

0
350

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৭৩৩ জন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজার ৪৯৬ জনে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে করোনা ভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি নতুন যুক্ত একটিসহ মোট ৮০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৫৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৮৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭৩৩ জন। ফলে এ নিয়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ৪৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ১ হাজার ৯৪০ জন। এতে করে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ছয় হাজার ৯৬৩ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ২০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৭৬ শতাংশ। আর করোনায় আক্রান্ত রোগী শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here