সংবাদদাতা,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিল থেকে আবির হোসেন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের চাকলিয়ার বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবির হোসেন রামভদ্র গ্রামের খয়বর হোসেনের ছেলে। সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুর রহমান বলেন, বিকালে শিশু আবির হোসেন নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজির পর রাতে চাকলিয়ার বিল বিলে তার মরদেহ ভাসতে দেখা যায়। লাশ উদ্ধার করে ১৩ জুলাই সোমবার সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আলোকিত প্রতিদিন/১৪ জুলাই’২০/এসএএইচ