বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

0
334

সংবাদদাতা,নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার নগর ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আবুল হাশেমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি পাশ্ববর্তী খালার বাড়িতে যাচ্ছিলো। এসময় আবুল কাশেম তাকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটি কান্না শুরু করলে তাকে ছেড়ে দেয়। ঘটনাটি ওই শিশু বাড়িতে গিয়ে তার বাবা-মাকে জানায়। পরে শিশুটির মা থানায় অভিযোগ দিলে আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ বলেন, আবুল কাশেম প্রায়ই এধরণের কর্মকান্ড করে থাকে। তাকে আটকের পরে আরও ৩/৪ জন অভিভাবক অভিযোগ নিয়ে থানায় যাচ্ছে বলে শুনেছি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কাশেমকে গ্রেফতার করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১৩ জুলাই’২০/এসএএইচ

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here